রবিবার, ১৫ মে, ২০১৬, ০২:২০:২৫

‘আজ থেকে পরিবহনে ভাড়া না কমালে ব্যবস্থা’

‘আজ থেকে পরিবহনে ভাড়া না কমালে ব্যবস্থা’

নরসিংদী : তেলের দাম কমানোর পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ ১৫ মে থেকে গণপরিবহনে ভাড়া না কমানো হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি একথা জানান। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রতি কিলোমিটারে এখন থেকে ৩ পয়সা বাসভাড়া কমেছে। আজ সকাল থেকে মনিটরিং টিম সড়ক পরিবহনের ভাড়া পর্যবেক্ষণ করছে।

এ সময় বর্ষা মৌসুম ও রমজানের আগে মহাসড়কগুলোতে ব্যস্ততা বাড়বে সে লক্ষ্যে সকল মহাসড়ক সচল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মো. নুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
১৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে