শনিবার, ১৬ জুলাই, ২০১৬, ০৯:১৩:০৭

মাত্র ২০ টাকার জন্য যুবক খোরশেদকে খুন!

মাত্র ২০ টাকার জন্য যুবক খোরশেদকে খুন!

নরসিংদী : মাত্র ২০ টাকার জন্য খুন হলেন যুবক খোরশেদ মিয়া (২৫)।  নরসিংদীর মাধবদীতে তাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে খুন করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাধবদীর নওপাড়ায় এ ঘটনা ঘটে।
 
নিহত খোরশেদ নওপাড়ার মঠবাড়ীর শামসুল আলমের ছেলে।  তিনি এক বছর আগে বিয়ে করেছেন।
 
পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানায়, নিহত খোরশেদ মিয়ার ছোট ভাই বাছেদ মিয়া স্থানীয় নাসির মিয়ার মুদির দোকান থেকে বাকিতে ৮০ টাকার পণ্য কেনে।  কিন্তু দোকানদার নাসিরের দাবি, বাছেদ মিয়া ১০০ টাকার পণ্য কিনেছে।
 
এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় নাসিরের সঙ্গে বাছেদের বড় ভাই খোরশেদের বাকবিতণ্ডা হয়।  একপর্যায়ে খোরশেদের মোবাইল ছিনিয়ে রেখে দেয় নাসির।

পরে খোরশেদ তার লোকজন নিয়ে মোবাইল আনতে দোকানের দিকে রওনা হয়।  পথিমধ্যে দোকানদার নাসির মিয়ার লোকজন খোরশেদ ও তার লোকদের ওপর হামলা চালায়।
 
হামলাকারীরা ধারালো অস্ত্রের আঘাতে খোরশেদ মিয়াকে গুরুতর আহত করে।  তাকে বাঁচাতে গিয়ে আহত হন আরো ২ জন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবদী প্রাইম প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়।  সেখান থেকে খোরশেদকে আশঙ্আজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আড়াইহাজারের পুরিন্দা নামক স্থানে তার মৃত্যু হয়।
 
নিহতের ভাই জামাল উদ্দিন বলেন, হত্যাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী।  তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
 
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, ২০ টাকার জন্য এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।

পুলিশ লাশ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছে।
 
ওসি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে কফিল উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে।
১৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে