নরসিংদী : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় সন্দেহজনক আটক নরসিংদীর শিবপুর উপজেলার চিরকুফী গ্রামে রুমা আক্তার (২৫) নামে যে নারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ, তিনিই সেই রুমা। তবে তিনি মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে তার পরিবার।
জানা গেছে, গুলশানে জঙ্গি হামলায় জড়িত সন্দেহে গত বুধবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের চরখুপি গ্রামের বোনের বাড়ি থেকে রুমা আক্তারকে আটক করে।
রুমা পার্শ্ববর্তী পলাশ উপজেলার চরসিন্ধুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন বুদু মিয়ার ছোট মেয়ে।
রুমা আক্তারের দুই বিয়ে হলেও বর্তমানে তিনি স্বামী পরিত্যক্ত। তার শ্রাবণ খান নামে ১৫ বছরের একটি ছেলে-সন্তান রয়েছে। তাকে বাবার কাছে রেখে তিনি ঢাকার বিভিন্ন বাসা-বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন।
বর্তমানে বাড্ডার নতুন বাজার এলাকায় ভাড়া বাড়িতে থাকেন তিনি। গুলশানে জঙ্গি হামলার সময় তিনি হলি আর্টিজান রেস্টুরেন্টের আশপাশ এলাকায় ছিলেন বলে স্বীকার করেছেন তার বোন সাবিনা।
সাবিনা আক্তার বলেন, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর থেকে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। বিভিন্ন বাসা বাড়িতে বুয়ার কাজ করে। গত ৬ মাস আগে সে মালোয়েশিয়ায় কাজ করতে যায়। কিন্তু ৩ মাস পর দেশে ফিরে আসে সে।
একাধিকবার তাকে মানসিক ডাক্তার দেখানো হয়েছে। কিন্তু ভালো হয়নি। কখনো কখনো নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়ার ঘটনাও ঘটেছে। বাস্তবেও সে পাগল বলে দাবি করেছে তার বড় বোন সাবিনা আক্তার।
গুলশানের ঘটনায় গত ১৯ জুলাই র্যাব হলি আর্টিজানের বাইরের সিসিটিভি ফুটেজ প্রকাশ করে। ফুটেজে ঘটনার রাতে সন্দেহজনকভাবে চারজনকে ঘোরাফেরা করতে দেখা যায়।
যাদের একজন নারীও ছিলেন। আটক করা রুমা আক্তারই ভিডিও ফুটেজের সেই নারী। বিষয়টি স্বীকার করলেও রুমার বড় বোন সাবিনা আক্তার দাবি করেন, রুমা জঙ্গি নয়।
এদিকে মেয়ে গ্রেফতার হওয়ায় বিব্রত রুমার বাবা মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন বুদু মিয়া। তবে রুমা জঙ্গি হামলার ঘটনায় জড়িত না বলে তিনি দাবি করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে তিনি বলেন, প্রকৃত অপরাধী হলে তাকে যথোপযুক্ত শাস্তি দেয়া হোক।
স্থানীয়রা জানান, স্বামীর সংসার হারানোর পর থেকে রুমা অস্বাভাবিক আচরণ করে। এরই মধ্যে একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেছে।
গুলশান হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় জড়িত সন্দেহে গতকাল নরসিংদীর শিবপুর উপজেলার চিরকুফী গ্রামে তার বোনের বাড়ি থেকে রুমা আক্তারকে (২৫) গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, গত ১ জুলাই গুলশান হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় দেশি-বিদেশি ২০ জন নিহত হন। মারা যান দুই পুলিশ কর্মকর্তা।
নিহতদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি।
২২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম