নরসিংদী : তিন বোনের সঙ্গে প্রেমের ছলচাতুরী করে তাদের সর্বনাশ করেছে এক লম্পট প্রেমিক। বহু নারীরও সর্বনাশকারী কাইয়ুম (২৬)। ভয়ঙ্কর এই লম্পটকে আটক করেছে নরসিংদী গোয়েন্দা পুলিশ।
প্রথমে ফেসবুকে ও পরে ফোনালাপের মাধ্যমে তরুণীদের সঙ্গে পরিচিত হতো লম্পট কাইয়ুম। এরপর নানা ছলনায় দৈহিক সম্পর্কে জড়াতো। এর ছবি ও ভিডিও সংরক্ষণ করতো সে।
পরে ছবি ও ভিডিও প্রকাশ করার হুমকি দিয়ে মেয়েদের ব্লাকমেইল করে আসছিল কাইয়ুম। নরসিংদীর একটি পরিবারের সহোদর তিন বোনের সঙ্গে এমন কাণ্ড করে সম্পর্ক গড়ে তুলেছিল কাইয়ুম।
অবশেষে রোববার সকালে নরসিংদীর ড্রীম হলিডে পার্কের সামনে থেকে তাকে আটক করেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবদুল গাফফার।
ওই সময় অশ্লীল ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে এক নারীর সঙ্গে পার্কে দেখা করার জন্য এসেছিল ওই লম্পট। ওই নারীর দেয়া তথ্যে আগে থেকেই ওঁৎপেতে ছিলেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
লম্পট কাইয়ুম নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার খাইলশা গ্রামের আবদুল মজিদের ছেলে।
আটক হওয়ার পর কাইয়ুমের ব্যবহৃত মোবাইলে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে বহু নারীর সঙ্গে তার অবৈধ সম্পর্কের প্রমাণ পেয়েছে পুলিশ।
প্রেম-ভালোবাসার অভিনয় করে প্রতারণা এবং দৈহিক সম্পর্ক স্থাপন করায় কাইয়ুমের বিরুদ্ধে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন ওই তিন বোনের একজন। ওই নারীর মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবদুল গাফফার জানান, তার ব্যবহৃত মোবাইলফোন থেকে পাওয়া অশ্লীল ছবি ও ভিডিও তার ফেসবুক থেকে পাওয়া বিভিন্ন ছবি ও বার্তা থেকে বোঝা যায়, সে একজন ভয়ানক লম্পট।
তিনি বলেন, বিভিন্ন ছলচাতুরী করে কাইয়ুম এ কাজ করে আসছিল। এক নারী নিরুপায় হয়ে আমাদের কাছে সাহায্য চেয়েছে বলেই তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
আবদুল গাফফার বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। কত নারীর সঙ্গে সে প্রতারণা করেছে রিমান্ডে তা জানা যেতে পারে।
২৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম