শনিবার, ০৭ ডিসেম্বর, ২০১৯, ০২:১৩:০৫

খড় থেকে চলন্ত মাক্রোবাসে অ'গ্নিকা'ণ্ড!

খড় থেকে চলন্ত মাক্রোবাসে অ'গ্নিকা'ণ্ড!

নিউজ ডেস্ক : খড় থেকে চলন্ত মাক্রোবাসে অ'গ্নিকা'ণ্ড! গোদাগাড়ীতে সড়কে থাকা খড় থেকে মাক্রোবাসে আ'গুন লেগেছে। কিন্তু চালকের দক্ষতায় বড় ধরনের দু'র্ঘট'না থেকে রক্ষা পেয়েছে পাবনার দাদু মটরসের মালিক রেজাউল কবির শরিফসহ তিনজন যাত্রী। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাচোল-আমনুরা আমতলায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাবনা থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের দিকে একটি মাইক্রোবাস যাওয়ার সময় রাস্তায় শুকাতে দেয়া ধানের খড় থেকে ধীরে ধীরে আ'গুন ধরে গাড়ীতে ছড়িয়ে পড়লে এতে যাত্রীরা আ'তঙ্কি'ত হয়ে পড়েন। তাৎক্ষণিক গাড়ী থামিয়ে সকল যাত্রীকে নিরাপদে পাঠিয়ে দেয়া হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে তবে গাড়ীর ইঞ্জিন সম্পূর্ণ পুড়ে যায়।

গোদাগাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আতাউর রহমান বলেন, মাক্রোবাসটিতে আ'গুনের সূত্রপাত হয়েছে শুকনা খড় থেকে। আ'গুন নিয়ন্ত্রণ করতে না পারলে পুরো গাড়ীটি পুড়ে যেত। এতে বড় ধরনের দু'র্ঘট'না থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে