রবিবার, ২৭ জুন, ২০২১, ০৬:১২:৪৫

'জিনের বাদশার' খপ্পরে পড়ে সর্বস্বান্ত গৃহবধূ!

'জিনের বাদশার' খপ্পরে পড়ে সর্বস্বান্ত গৃহবধূ!

পাবনা: পাবনার চাটমোহরে মোবাইল ফোনের মাধ্যমে রাতারাতি রড়লোক করে দেওয়ার স্বপ্ন দেখিয়ে এক গৃহবধূকে স'র্বশান্ত করেছে ক'থিত ‘জিনের বাদশা’ নামের একটি প্র'তার'ক। গত এক মাস যাবৎ উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথুলী গ্রামের জুলু প্রামাণিকের স্ত্রী জাহানারা খাতুন প্রতারক সি'ন্ডিকে'টকে ২ লাখ ২০ হাজার টাকা দিয়ে সর্বশা'ন্ত।

প্র'তার'ণার শি'কার গৃহবধূ জাহানারা খাতুন বলেন, ‘‘গত এক মাস আগে আমার মোবাইল ফোনে একটি ফোন কল আসে এবং এক ব্যক্তি কোরআন হাদিসের আলোকে আমার সাথে কথা বলে। এরপর সে বলে, ‘আমি আলী ও আমার স্ত্রী ফাতেমা পৃথিবীতে এসেছি মানুষের মঙ্গল করতে। অ'ভাবী, দুঃ'খী মানুষদের অর্থ, সোনা, হীরা মতি দিয়ে বড় লোক করে দিতে। এই বিপুল পরিমাণ অর্থ যে মানুষের কল্যাণে ব্যয় করবে সেই পাবে আমাদের সাহায্য। এর জন্য নিজেকে পরিশু'দ্ধ করতে মা'জা'রে গরু কোরবানি দিতে হবে। তুমি যদি কোরবানি দিতে চাও তাহলে কালকের মধ্যে আমার বিকাশ নাম্বারে টাকা পাঠাও’।’’

জাহানারা খাতুন বলেন, ‘এভাবে নানা ধরনের অ'জুহাত দেখিয়ে সোনা, টাকা পয়সা পাইয়ে দেওয়ার আ'শ্বা'সে সর্বমোট ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে নেয়। আমি পরিবারের কাউকে কিছু না বলে ঘরে রাখা সকল টাকা এবং আশপাশের প্রতিবেশীদের নিকট থেকে ধা'রদেনা করে এতো টাকা দিয়েছি। তারা আমাকে বিষয়টি কাউকে কিছু না বলার জন্য বারবার বলেছিল তাই কাউকেই কিছু বলিনি। এখন তারা আর আমার সাথে যোগাযোগ করছে না। এখন আমার পরিবারের স্বামী সন্তানরাও আমাকে নানাভাবে তি'রস্কা'র করছে।’

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এমন ঘ'টনার বিষয়ে ওই গ্রাম থেকে একজন আমাকে ফোন করে জানিয়েছিল। আসলে এখানে জিনের বাদশা নাম দিয়ে কোনো প্র'তা'রক চ'ক্র এমন কাজ করে থাকতে পারে। তবে এ বিষয়ে থানায় এসে কেউ কোনো অভি'যোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যব'স্থা গ্রহণ করবো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে