মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০১৬, ১২:১৭:৪৯

বাংলাদেশ থেকে আরো শ্রমিক নিবে জর্ডান, সুযোগ-সুবিধা বাড়ানোরও আশ্বাস

বাংলাদেশ থেকে আরো শ্রমিক নিবে জর্ডান, সুযোগ-সুবিধা বাড়ানোরও আশ্বাস

প্রবাস ডেস্ক: বাংলাদেশ থেকে আরো শ্রমিক নিবে এবং তাদের বিভিন্ন সুযোগ-সুবিধাদি বাড়ানোর আশ্বাস দিয়েছে জর্ডানের শ্রমমন্ত্রী আলী আল গাজায়ী।
 
সোমবার জর্ডান সফররত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বৈঠকে ভ্রাতৃপ্রতীম দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোসহ জর্ডানে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সার্বিক কল্যাণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
 
উল্লেখ্য, জর্ডানে জনশক্তি রপ্তানি বিষয়ক সমঝোতা স্মারক অনুযায়ী প্রতিবছর যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে গত এপ্রিলে যৌথ কমিটির প্রথম বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বৈঠকটি জর্ডানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 
বৈঠকে প্রবাসীকল্যাণমন্ত্রী তৈরি পোশাক ও গৃহকর্মী খাতে বাংলাদেশি নারী ও পুরুষ কর্মীর জর্ডানে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় সেদেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

সেদেশের শ্রমমন্ত্রীকে বাংলাদেশি কর্মীদের বেতন ভাতাদি ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির অনুরোধ জানান। তিনি গার্মেন্টস ও গৃহকর্মী ছাড়াও কৃষি ও নির্মাণ খাতসহ অন্যান্য খাতে পুরুষ কর্মী নেওয়ার বিষয়ে জর্ডানের শ্রমমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করেন।
 
ঢাকায় মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার, অতিরিক্ত সচিব আজাহারুল হক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস উপস্থিত ছিলেন।
 
এখন জর্ডানে ১ লাখ ২৫ হাজারের বেশি বাংলাদেশি কর্মী বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। ২০১৫ সালে ২২ হাজার ৯৩ জন বাংলাদেশি কর্মীর জর্ডানে কর্মসংস্থান হয়েছে।
০৯ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে