সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ০৪:৪৭:২৩

দুবাইয়ে মার্সিডিস গাড়ি জিতলেন ভাগ্যবান এক বাংলাদেশি

দুবাইয়ে মার্সিডিস গাড়ি জিতলেন ভাগ্যবান এক বাংলাদেশি

প্রবাস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে মার্সিডিস বেঞ্জ গাড়ি জিতলেন ভাগ্যবান এক বাংলাদেশি।  

একটি স্বর্ণালঙ্কারের প্রতিষ্ঠান স্কাই জুয়েলার্স থেকে সোনা কিনে লটারিতে দামি গাড়িটি পেয়ে যান তিনি। মার্সিডিস জয়ী ওই বাংলাদেশির নাম মোহাম্মদ আবদুর রাজ্জাক।  

দোহা, দুবাই এবং মাসকাট এলাকায় তাদের গ্রীস্মকালীন সেলস প্রমোশন অফার দেয় স্কাই জুয়েলার্স।  

তাতে ছিল দুটি মার্সিডিস বেঞ্জ গাড়ি ও ১২৫টি স্বর্ণমুদ্রা।  ওই লটারির একজন ভাগ্যবান বাংলাদেশের আবদুর রাজ্জাক।

সম্প্রতি কোম্পানিটির জেনারেল ম্যানেজার সিরিয়াক ভারগেজের কাছ থেকে আবদুর রাজ্জাক গাড়িটির চাবি বুঝে নেন।

ওই অনুষ্ঠানে দুজন বিজয়ীকে পাঁচটি করে স্বর্ণমুদ্রা, পাঁচজন বিজয়ীর প্রত্যেককে দুটি করে স্বর্ণমুদ্রা দেয়া হয়।  অন্য পাঁচজন বিজয়ীকে দেয়া হয় একটি করে স্বর্ণমুদ্রা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কাই জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক বাবু জন বলেন, ‘আমরা স্বচ্ছতায় বিশ্বাসী।  এ পুরস্কারের মাধ্যমে অন্তত কয়েকজন ব্যক্তির জীবন সমৃদ্ধ হবে।  তাদের জীবনধারায় পরিবর্তন আসবে।

এ সময় করপোরেট অ্যান্ড ইন্টারন্যাশনাল ব্যাংকিংয়ের প্রধান মিয়া এহসানুল্লাহসহ বিশিষ্টজনরা  উপস্থিত ছিলেন।  

গত শনিবার দুবাইয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মোহাম্মদ আবদুর রাজ্জাককে গাড়ির চাবি হস্তান্তর করেন কোম্পানিটির জেনারেল ম্যানেজার সিরিয়াক ভারগেজ।

আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের সেলস প্রমোশনে এ ধরনের পুরস্কার প্রায়ই দেয়া হয়।
২২ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে