জুয়েল রাজ, লন্ডন থেকে : ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় অভিযুক্ত পলাতক আসামি তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে বের করে দিয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে সেদেশের সরকারের কাছে দাবি জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী থেরেসা মের কার্যালয়ের সামনে শতাধিক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বিভিন্ন রকমের ব্যানার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা তারেক রহমানকে ২১ আগস্টের হামলার মূল পরিকল্পনাকারী আখ্যা দিয়ে বিচারের সম্মুখীন করতে বাংলাদেশকে সহায়তা করার জন্য যুক্তরাজ্য সরকারে প্রতি দাবি জানান।
তারা বলেন, বাংলাদেশের শীর্ষ দুর্নীতিবাজ, মানি লন্ডারিংয়ের দায়ে হাই কোর্টের রায়ে ৭ বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা প্রাপ্ত ফেরারি আসামি তারেক রহমানের আশ্রয় যুক্তরাজ্যে হতে পারে না।
সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মোহাম্মদ শরিফ বলেন, আমরা বিশ্বাস করি যুক্তরাজ্য একটি সভ্য দেশ, ন্যায় বিচারের পক্ষের দেশ কাজেই এই দেশে একজন ভয়াবহ খুনি আশ্রয় পেতে পারে না।
সমাবেশে ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের স্মরণে এবং ২০০৪ সালের ২১ আগস্ট বোমা হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নিহতের আত্মার মাগফেরাত কামনা নেতাকর্মীরা করে দোয়া করেন।
দীর্ঘ দুই ঘণ্টা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান শেষে, প্রধানমন্ত্রী থেরেসা মের বরাবর সভাপতি সুলতান মোহাম্মদ শরিফও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপদেষ্টা সামসুদ্দীন খান ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীসহ চার জনের একটি প্রতিনিধি দল ১০ ডাউনিং স্ট্রিটে জমা দেন। - মানবকণ্ঠ
২৩ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস