শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬, ১১:৪৪:০০

কাতারে অবৈধ বাংলাদেশিসহ অভিবাসীদের ৩ মাসের সাধারণ ক্ষমা ঘোষণা

কাতারে অবৈধ বাংলাদেশিসহ অভিবাসীদের ৩ মাসের সাধারণ ক্ষমা ঘোষণা

প্রবাস ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিসহ বিদেশিদের তিন মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। এই সময়ের মধ্যে কেনো ধরণের আইনি পদক্ষেপ ছাড়া যেকোনো বিদেশি কাতার ছাড়তে পারবেন।

বৃহস্পতিবার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। সাধারণ ক্ষমার এই ঘোষণা ১ সেপ্টেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। এ নিয়ে কাতার সরকারের পক্ষ থেকে অবৈধ বিদেশিদের জন্য তৃতীয়বারের মতো সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো।

কাতারের ইংরেজি দৈনিক গালফ টাইমসের খবরে বলা হয়েছে, যেসব বিদেশি ২০০৯ সাল থেকে ৪নং আইন লঙ্ঘন করে কাতারে অবস্থান করছেন, তারা এই সময়ের মধ্যে কোনো ধরণের আইনি জটিলতা ছাড়া দেশ ত্যাগ করতে পারবেন।
২৬ আগস্ট, ২০১৬/এমটিনিউজ/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে