প্রবাস ডেস্ক : বরাবরই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। দেশে দেশে মৃত্যুদণ্ড আইনেরও বিরোধীতা করতে দেখা গেছে তাকে। কিন্তু জঙ্গিদের মুত্যুদণ্ড বা এনকাউন্টারে মারলে তিনি বরাবরই নিশ্চুপ থেকে মৌন সমর্থন দেন! বিষয়টা উপলব্ধি করেছেন স্বয়ং লেখিকা নিজেও।
তসলিমা নাসরিনের ভাষায়, ‘আমি তো মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। বিচার টিচার ছাড়া পুলিশ কাউকে অত্যাচার করলে মোটেও সহ্য করি না। কিন্তু এনকাউন্টারে জঙ্গি মারা গেলে আমি লক্ষ করেছি আমি আপত্তি করি না।’
নির্বাসিত এই লেখিকার বিশ্বাস জঙ্গিকে মারলেও তার বিশ্বাস তাদের অনুসারীদের মধ্য থেকে যায়, ‘আমি তো জানি কাউকে খুন করলেই তার বিশ্বাসকে খুন করা যায় না, বিশেষ করে সেই বিশ্বাস যদি সে অনেকের মধ্যে ছড়িয়ে দিয়ে থাকে। জঙ্গিদের মেরে ফেলা হয় বলে ছেলেপুলেরা ভয়ে আর জঙ্গিদলে নাম লেখায় না, এ তথ্য ঠিক নয়। তারপরও জঙ্গি মরলে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি। জঙ্গির মানবাধিকারের জন্য চিৎকার করি না মোটেও। কবে আমার ভেতরে এই পরিবর্তনটি এসেছে সঠিক জানি না।’
২৮ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস