শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:১৯:৩৭

কি বলছেন নিউ ইয়র্কে ছুরিকাঘাতে খুন হওয়া বাংলাদেশির স্বজনরা?

কি বলছেন নিউ ইয়র্কে ছুরিকাঘাতে খুন হওয়া বাংলাদেশির স্বজনরা?

প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে ইমামসহ দুই বাংলাদেশিকে হত্যার রেশ না কাটতেই আবারও দুর্বৃত্তের হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতে নিজ বাড়ির সামনে নাজমা খানম নামের ওই বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

৬০ বছর বয়সী ওই নারী পরিবারসহ কুইন্সের জ্যামাইকা হিলস এলাকায় থাকতেন। নাজমা খানম ‘ধর্মীয় বিদ্বেষমূলক’ হামলার শিকার বলে মনে করছেন স্বজনরা। অন্যদিকে পুলিশ বলছে এটি ডাকাতির ঘটনা।

পুলিশ সূত্র ও নিহতের স্বজনদের বরাত দিয়ে নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক ডেইলি নিউজ বৃহস্পতিবার জানায়, বুধবার রাত সোয়া ৯টার দিকে জ্যামাইকা হিলসের নরমাল রোড দিয়ে হাঁটার সময় নাজমা খানমকে ছুরিকাঘাত করা হয়। পুলিশ জানিয়েছে, নাজমা খানমের বুকে চার ইঞ্চি দৈর্ঘের ছুরি ঢুকিয়ে দেওয়া হয়। ছুরিকাঘাতে আহত হয়ে চিৎকার করে ওঠেন নাজমা। চিৎকার শুনে নাজমা খানমের স্বামী ঘটনাস্থলে ছুটে যান।

তকণ নাজমা স্বামীকে বলেন, ‘ও আমাকে ছুরিকাঘাত করেছে, আমি মরে যাচ্ছি।’ নাজমাকে দ্রুত জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হামলাকারীকে এখনও খুঁজে বেড়াচ্ছে পুলিশ।

এদিকে নিহত নাজমা খানমের স্বজনরা দাবি করেছেন, তিনি ‘ধর্মীয় বিদ্বেষমূলক’ হামলার শিকার। কেননা হামলার সময় নাজমা মাথায় হিজাব পরা ছিলেন। তবে তদন্তকারী ও পুলিশ কর্মকর্তাদের বিশ্বাস, নাজমা খানম ডাকাতের হামলার শিকার হয়েছেন। অন্যদিকে স্বজনরা, দাবি করেছেন, নাজমা খানমের সঙ্গে থাকা কোনও জিনিসপত্র লুট হয়নি। সুতরাং এটি ডাকাতির ঘটনা হতে পারে না।
২ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে