বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ১০:০৪:১১

দুবাইয়ে ৬ হাজার ৮৯৫ অবৈধ বাংলাদেশি আটক

দুবাইয়ে ৬ হাজার ৮৯৫ অবৈধ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে চলতি বছরের প্রথম ছয় মাসে ৬ হাজার ৮শ' ৯৫ জন বাংলাদেশিসহ ৩৫ হাজার অবৈধ অভিবাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দুবাই পুলিশের সহকারী কমান্ডার-ইন-চিফ (ক্রিমিনাল ইনভেস্টিগেশন) মেজর জেনারেল খলিল ইব্রাহিম আল মানসৌরি আমিরাতের সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

সংবাদমাধ্যমে বলা হয়, দুবাইয়ে এ বছরের প্রথমার্ধে ৩৫ হাজার অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২ হাজার ৫২০ নারী এবং ১ হাজার ৭৮০ ভিক্ষুক রয়েছেন।  

আটককৃতদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই সবচেয়ে বেশি।  দ্বিতীয় স্হানে পাকিস্তান এবং তৃতীয় স্থানে ভারত।

আটককৃতদের মধ্যে বাংলাদেশির সংখ্যা ৬ হাজার ৮৯৫ জন, যাদের মধ্যে ৩৮১ জন নারী।  পাকিস্তানির সংখ্যা ৪ হাজার ২৩২ জন, ভারতীয় ১ হাজার ১৬৪ জন।  বাকিরা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

আমিরাতের সব অধিবাসী ও অভিবাসীকে অবৈধ অনুপ্রবেশকারী এবং অবৈধ অভিবাসীদের কাজ ও আশ্রয় না দেয়ার আহবান জানিয়েছেন দুবাই অবৈধ অনুপ্রবেশ রোধ দপ্তরের পরিচালক মেজর আলী সালেম।

উল্লেখ্য, আমিরাতে অবৈধ অভিবাসীদের দিয়ে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি কাজ করাতে গিয়ে ধরা পড়লে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হয়। ব্যক্তি বা প্রতিষ্ঠান মালিক প্রবাসী হলে দেশ থেকে বহিষ্কার করারও বিধান রয়েছে।
৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে