প্রবাস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বের গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের ফুটবলারদের লোকাল বাসে করে বাড়ি ফেরানোই ফেডারেশনের উপর ক্ষুব্ধ বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
ক্ষুব্ধ লেখিকা নিজের ফেসুবকে এই বিষয়ে লেখেন, বাংলাদেশের কিছু কিশোরী বিদেশে ফুটবল খেলে সবে দেশে এলো। রীতিমত জিতে এলো। তারপর নাকি তারা মুড়ির টিন বাসে করে একা একা নিজেদের গ্রামে ফিরেছে। ফুটবল ফেডারেশনের কেউ ছিল না সঙ্গে, অভিভাবকেদেরও কেউ ছিল না। বাসের ভেতর গালি গালাজ শুনেছে।
তিনি আরো বলেন, এ নিয়ে কথা উঠলে ফেডারেশনের লোকেরা বলে দিয়েছে ওরা এসি বাসে স্বাচ্ছন্দ্য বোধ করে না, সে কারণে ওদের লোকাল বাসে দেওয়া হয়েছে। এ অনেকটা কুকুরের পেটে ঘি হজম হয় না’...র মতো। ছেলেরা হলে মন্ত্রীরা যেতেনে এয়ারপোর্টে রিসিভ করতে।
মেয়েরা বলে অবহেলার শিকার হয়েছেন বলে মন্তব্য করে তসলিমা বলেন, ফেডারেশনের লোকেরা লাক্সারি গাড়ি করে বাড়ি পৌঁছে দিতেন ছেলেদের। মেয়েরা বলেই মুড়ির টিন বাস, মেয়েরা বলেই পাবলিকের কটুক্তি, মেয়েরা বলেই টিপ্পনি, মেয়েরা বলেই উপেক্ষা, মেয়েরা বলেই অবহেলা, মেয়েরা বলেই অসম্মান।
৮ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি