প্রবাস ডেস্ক: কুয়েতে বাংলাদেশি শ্রমিক পাঠাতে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি, শুধু নিয়ম পরিবর্তন করা হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশী পুরুষ গৃহকর্মী পাঠাতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে।
মধ্যপ্রাচ্যে বাংলাদেশী শ্রম বাজারের মধ্যে অন্যতম কুয়েত। বতর্মানে দেশটিতে ২ লাখের বেশী বাংলাদেশী কর্মী রয়েছে। আগে কর্মী পাঠাতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণলায়ের অনুমোদন লাগলেও পাঁচ আগে বাংলাদেশের জন্য ওই শর্ত উঠিয়ে নেয়া হয়।
তবে এখন থেকে আবার বাংলাদেশের জন্যও ওই নিয়ম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব শামসুন্নাহার বেগম। অন্যান্য ক্ষেত্রে জনশক্তি রপ্তানিতে কোনো বাধা নেই বলে জানান সচিব।
এর আগে কুয়েতের দৈনিক আল-আনবা পত্রিকায় বুধবার প্রকাশিত এক সংবাদে বলা হয়, কুয়েতের শ্রম বাজার ফের বাংলাদেশিদের জন্য বন্ধ হয়েছে। গত সোমবার এ সিদ্ধান্ত নেয় কুয়েতের নাগরিকত্ব ও পাসপোর্ট বিভাগের সহকারী আন্ডার সেক্রেটারি শেখ মাজেন আল জারাহ।
এতে আরও বলা হয়: গত সপ্তাহের শেষ দিকে, দেশটিতে বাংলাদেশিদের সংখ্যা দাঁড়ায় দুই লাখে। ফলে বাংলাদেশিদের আর নেওয়া হবে না। তবে ভবিষ্যতে বিষয়টি পুনর্বিবেচনা অথবা কঠিন কিছু শর্তে বাংলাদেশিদের জন্য ফের শ্রমবাজার খুলে দেওয়া হবে কিনা, সে সম্পর্কে কিছুই বলেননি ওই সহকারি আন্ডার সেক্রেটারি।
৯ সেপ্টেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস