শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ০১:৩৫:০৭

ব্রিটিশ পার্লামেন্টে বাংলা সঙ্গীত উৎসব

ব্রিটিশ পার্লামেন্টে বাংলা সঙ্গীত উৎসব

তানভীর আহমেদ, লন্ডন : হাউজ অব কমন্সের পোর্টক্যালিস হাউজে বৃহস্পতিবার উদ্বোধন হলো তিন মাসব্যাপী বাংলা সঙ্গীত উৎসব। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত চর্চার অন্যতম প্রতিষ্ঠান সোসাইটি অব পোয়েট্রি অ্যান্ড ইন্ডিয়ান মিউজিক (সৌধ) পারফর্মিং আর্টস-এর উদ্যোগে লন্ডনে এই সঙ্গীতের আসর বসছে।

ইংল্যান্ডের মোট ৮টি ভেন্যুতে এই উৎসব চলবে। আধুনিক বাদ্যযন্ত্রের ভিড়ে রাগ সঙ্গীতে যেন দর্শকরা আগ্রহ হারিয়ে না ফেলে, সে কারণে উৎসবে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত, কত্থক নৃত্য ও কবিতার সংমিশ্রণে সাজানো হয়েছে উৎসবের আয়োজন। চলতি বছর উৎসবে অনুর্ধ্ব ১৪ বছরের শিশু শিল্পীদের অংশগ্রহণে থাকবে সঙ্গীত প্রতিযোগিতা।বিজয়ী শিল্পীরা প্রতিষ্ঠিত শিল্পীদের সাথে একই মঞ্চে গান গাইবার সুযোগ পাবে।

৭৩০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত বাংলা গানের যে দীর্ঘ যাত্রা, নানাবিধ পর্ব ও চড়াই-উৎড়াই পাড় হয়ে এসেছে বাংলা গান, তার একটা জীবন্ত চিত্র ফুটিয়ে তোলা হবে উৎসবে বিভিন্ন আয়োজনের মাধ্যমে। আগামী ২৪ সেপ্টেম্বর নর্থ লন্ডনে ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি জন কিটসের বাড়ি কিটস মিউজিয়ামে  কবি রবীন্দ্রনাথ তার সমসাময়িকদের গান ও জন কিটসের কবিতা পাঠের আসর।, ২৫ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের রিচমিক্স সেন্টারে বাংলা গানের বিবর্তন নিয়ে রয়েছে বিশেষ পরিবেশনা। এছাড়া টাউন হাউজে উৎসব হবে ১৪ অক্টোবর, দ্য ওয়াটার পোয়েট পাবে ১৫ অক্টোবর, ১৯ অক্টোবর পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে, ৫ নভেম্বর মার্টিন আর্ট স্পেস ও ২০ নভেম্বর কাজী নজরুল সেন্টারে হাজার বছরের বাংলা গানের বিশুদ্ধ উপস্থাপনা নিয়ে রয়েছে বিশেষ আয়োজন।

এবারের সঙ্গীত উৎসবের আকর্ষণ হিসেবে থাকছেন ব্রিটেনের জনপ্রিয় সঙ্গীত শিল্পী চন্দ্রা চক্রবর্তী, চিরঞ্জীব চক্রবর্তী, রবীন্দ্র সঙ্গীত শিল্পী ড.ইমতিয়াজ আহমেদ, গৌরী চৌধুরী, সঞ্জয় দে, লাবনী বড়–য়া, নজরুল সঙ্গীত শিল্পী ফারজানা সিফাত। এছাড়া ভারত থেকে আসছেন অনল চ্যাটার্জি।বাংলাদেশী দর্শকদের আগ্রহ বাড়াতে পূর্ব লন্ডনের ভেন্যুগুলোকেও উৎসবের তালিকায় রাখা হয়েছে বলে জানিয়েছেন সৌধ‘র পরিচালক টি এম আহমেদ কায়সার। মূলত ব্রিটেনে বেড়ে উঠা দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাঙালিদের শাস্ত্রীয় সঙ্গীতে আগ্রহী করে তুলতে এই আয়োজনের ভেন্যু পূর্ব লন্ডন বাছাই করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, আগামী বছর লন্ডনের মোট ২০টি ভেন্যুতে বাংলা মিউজিক ফ্রিঞ্জ ফেস্টিভ্যাল আয়োজন করা হবে। -বাংলা ট্রিবিউন।
১৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে