প্রবাস ডেস্ক : নিউ ইয়র্কে বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে প্রাথমিকভাবে কোনো বাংলাদেশি থাকার তথ্য পাওয়া যায়নি বলে বাংলাদেশ কনসুলেট থেকে জানানো হয়েছে।
স্থানীয় সময় শনিবার রাত ৯টায় (বাংলাদেশ সময় রোববার সকাল ৭টা) ম্যানহাটনের চেলসি এলাকায় ওই বিস্ফোরণে অন্তত ২৯ জন আহত হন। তবে কারও অবস্থাই গুরুতর নয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান বলেন, “আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি। প্রাথমিকভাবে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো তথ্য আমরা এখনও পাইনি।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একটি ডাস্টবিনে ওই বিস্ফোরণ ‘ঘটানো’ হয় বলে তারা প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন। তবে বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। -বিডিনিউজ
১৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম