রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ০৪:৫০:৫৭

মক্কার এক হিমঘরে স্বামীর লাশ খুঁজে পেলেন মাহামুদা

মক্কার এক হিমঘরে স্বামীর লাশ খুঁজে পেলেন মাহামুদা

প্রবাস ডেস্ক : মিনায় পদদলনের ঘটনার পর থেকে স্বামী আইয়ুব আলীকে খুঁজে পাচ্ছিলেন না মাহামুদা বেগম। অবশেষে গত বুধবার মক্কার একটি হাসপাতালের হিমঘরে খুঁজে পান স্বামীকে। তবে মুখে নেই কথা। নেই সেই চিরচেনা হাসি। মিনায় সেদিনের সেই পদদলনের ঘটনায় স্বামীকে চিরতরে হারিয়েছেন মাহামুদা বেগম।

চলতি বছর জয়পুরহাটের পাঁচবিবির ব্যবসায়ী আইয়ুব আলী মণ্ডল ও তার স্ত্রী মাহামুদা বেগম হজ পালনের জন্য সৌদি আরব যান। হজের আনুষ্ঠানিকতার জন্য মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে আইয়ুব আলীর মৃত্যু হয়। তবে ভাগ্যক্রমে বেঁচে যান তার স্ত্রী। বুধবার সন্ধ্যায় মক্কার এক হাসপাতালের হিমঘরে তার লাশ পাওয়া গেছে বলে তার স্ত্রী মাহামুদা বেগম নিশ্চিত হন। পরে বাংলাদেশে তার মেয়ে সুস্মিতার কাছে মৃত্যুর খবর জানান তিনি।

আইয়ুব আলী উপজেলার খাসবাগুড়ী গ্রামের আজিম উদ্দিনের ছেলে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর।
৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে