প্রবাস ডেস্ক: অস্ট্রেলিয়ার অভিবাসী পরিবারের সদস্যরা পাঁচ বছরের অস্থায়ী আবাসিক ভিসার জন্য আবেদন করতে পারবেন। এর ফলে অভিবাসী পরিবারের সদস্যদের স্থায়ী ভিসা পাওয়ার প্রত্যাশায় দশক ধরে অপেক্ষার পালার অবসান হতে যাচ্ছে।
অস্ট্রেলিয়া সরকার একথা জানিয়েছে।
শনিবার অস্ট্রেলিয়ার বরাত দিয়ে অভিবাসন বিষয়ক সহকারি মন্ত্রী আলেক্স হোয়াক জানান, বর্তমান ভিসা কর্মসূচির ব্যাপারে হতাশার কথা সরকার অবহিত হওয়ার পর এমন পদক্ষেপ গ্রহণ করা হলো।
বর্তমানে অস্ট্রেলিয়ার অভিবাসী পরিবারের সদস্যরা ভিসা কর্মসূচির মাধ্যমে তাদের পরিবারের সাথে যুক্ত হতে চাইলে তাদেরকে স্থায়ী আবাসিক ভিসার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষমান তালিকায় থাকতে হতো।
তবে নতুন ভিসা পরিকল্পনার আওতায় অভিবাসীরা তাদের পরিবারের উদ্যোগের ব্যাপারে স্পন্সর করতে পারবে এবং তারা দীর্ঘ সময় অপেক্ষা ছাড়াই পাঁচ বছরের ভিসা পাবে।
এক্ষেত্রে পরিবারের সদস্য বা অভিবাসীদের ভিসার প্রয়োজনীয় ব্যয় বহন করতে হবে।
হোয়াক জানান, অনেক অভিবাসী ও তাদের সম্প্রদায় দীর্ঘদিন ধরে অপেক্ষার তালিকায় থাকায় হতাশ হয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এ নতুন পরিকল্পনা হাতে নেয়া হয়।
সরকারের হিসেবে অস্ট্রেলিয়ায় ইতোমধ্যে বসবাসকারী পরিবারের লোকদের সঙ্গে মিলিত হতে দেড় হাজার লোক দেশটিতে যেতে পারবে।-নয়া দিগন্ত
২৪ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস