রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ০৮:৪৯:৩৬

অন্যরকম এক উচ্চতায় ড. ইউনূস

অন্যরকম এক উচ্চতায় ড. ইউনূস

প্রবাস ডেস্ক : অন্যরকম এক উচ্চতায় বাংলাদেশের ড. ইউনূস।  বিরল সম্মাননায় ভূষিত করা হলো তাকে।  সান ফ্রানসিসকো শহর ও কাউন্টির মেয়র এড লী ৩০ সেপ্টেম্বর-কে ‌‘ইউনূস দিবস’ হিসেবে সরকারিভাবে ঘোষণা করলেন।

এদিন সান ফ্রানসিসকো-ভিত্তিক গিভ২ এশিয়া ফাউন্ডেশন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আজীবন সম্মাননা প্রদান করে।  ইউনূসের হাতে সম্মাননা তুলে দেন গিভ২ এশিয়ার চেয়ারম্যান তা লিন সু।  

এশিয়ার ২৫টি দেশে কাজ করে গিভ২ এশিয়া।  গিভ২ এশিয়া চ্যারিটেবল প্রজেক্টে ফান্ড করার জন্য এশিয়ার বিভিন্ন কর্পোরেশন, ফাউন্ডেশন ও পরিবারের সাথে কাজ করে থাকে।  

স্বাস্থ্যসেবা, শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ ও পরিবেশ খাতে জরুরি সমস্যা সমাধানে এ ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচিতে সহায়তা করে থাকে।
 
ফাউন্ডেশনর প্রতিবেদনে বলা হয়, ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার পথিকৃত প্রফেসর মুহাম্মদ ইউনূস।  দারিদ্র্য বিমোচনে একক ব্যক্তিগত প্রচেষ্টা ও উদ্যম কী অবদান রাখতে পারে তার শক্তিশালী উদাহরণ তিনি।
 
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে উপস্থিত ছিলেন সান ফ্রানসিসকোর মেয়র এড লী ও প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর জর্জ পি. শুল্জ।
৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে