প্রবাস ডেস্ক : সৌদি আরবে দুর্ঘটনায় নিহত আরিফের কুমিল্লার গ্রামের বাড়িতে এখন শোকের মাতম চলছে।
শনিবার সৌদি আরবের দাম্মামে পানির ট্যাংকে কাজ করার সময় দুর্ঘটনায় আরিফসহ দুই বাংলাদেশি মারা যান।
নিহত আরিফ কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে। তার মৃত্যুর খবর জানার পর কান্নায় ভেঙে পড়েন নিহতের বাবা-মা, স্ত্রী ও স্বজনরা। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।
৫ ভাই ৫ বোনের মধ্যে চতুর্থ ছিলেন আরিফ। পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে প্রায় ৮ বছর আগে সৌদি আরবে যান তিনি।
তার উপার্জনের টাকায় বাবা-মা, স্ত্রী রেহানা আক্তার ও এক বছরের একমাত্র সন্তানসহ ৮ সদস্যের পরিবার চলতো। আরিফের আকস্মিক মৃত্যুতে পরিবারটি সহায়-সম্বলহীন হয়ে পড়েছে।
তার লাশ দদ্রুত দেশে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন আরিফের পরিবারের সদস্যরা।
আরিফের মৃত্যুর খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুল কাইয়ূম ভূঁইয়া নিহতের বাড়িতে যান। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
আবদুল কাইয়ূম ভূঁইয়া জানান, আরিফের রোজগারে পরিবারটি চলতো। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়ল।
২৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম