মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ১১:৩১:৩৩

মার্কিন সেনাকে হত্যা পরিকল্পনায় অভিযুক্ত এক বাংলাদেশি

মার্কিন সেনাকে হত্যা পরিকল্পনায় অভিযুক্ত এক বাংলাদেশি

প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রে ইসলামিক স্টেটকে (আইএস) সহযোগিতা করার অভিযোগ উঠেছে এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের বিরুদ্ধে। সেই সাথে দেশটির এক সেনা সদস্যকে হত্যার পরিকল্পনারও অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

সোমবার যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম নিলাশ মোহাম্মদ। তিনি ওয়াশিংটন ডিসির হায়াটসবিলের বাসিন্দা। শনিবার দায়ের করা মামলায় বলা হয়েছে, তিনি এক মার্কিন সেনা সদস্যকে হত্যার পরিকল্পনা করছিলেন।

ম্যারিল্যান্ড জেলার অ্যাটর্নি  রব রসেনস্টেইন বিবৃতিতে বলেন, ‘হামলার পূর্বেই সন্দেহভাজন বিপজ্জনক ব্যক্তিদের গ্রেফতার করা আমাদের লক্ষ্য। একই সঙ্গে সাংবিধানিক অধিকার রক্ষা করা। জাস্টিস ডিপার্টমেন্টের কাছ থেকে আমেরিকানরা এটাই প্রত্যাশা করেন এবং আমরা সে উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করি’।

বিবৃতিতে বলা হয়, পুলিশ ইনফর্মারের সহযোগিতায় অস্ত্র কেনার সময় ভার্জিনিয়ার কাছ থেকে গ্রেফতার করা হয় নিলাশকে। সোমবার আদালতে প্রাথমিক শুনানি শেষে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ড হতে পারেন নিলাশ।

২৪ বছরের নিলাশ ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে যান। গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে আইএসকে সমর্থণ জানিয়ে এফবিআইয়ের নজরদারিতে আসেন নিলাশ। ওই সময় নিলাশ ফ্রান্সের প্যারিসে এবং ক্যালিফোর্নিয়ার সান বারনারডিনোতে আইএসের হামলার প্রশংসা করেন। সূত্র: ওয়াশিংটন এক্সামিনার।
০৪ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে