প্রবাস ডেস্ক: সৌদি আরবে জীবিত সর্বশেষ কমিউনিস্ট সালেহ মনসুর মারা গেছেন। সড়ক দুর্ঘটনায় আহত সালেহ মনসুর সোমবার রাজধানী রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সালেহ মনসুর সৌদির সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে নিজের কমিউনিস্ট এবং সমাজতান্ত্রিক চিন্তাধারার জন্য পরিচিত ছিলেন।
লেখক, সংস্কৃতিকর্মী এবং সামাজিক আন্দোলনের অ্যাক্টিভিস্ট হিসেবেও তিনি খ্যাতিমান ছিলেন। সৌদি কমিউনিস্ট সালেহ মনসুর ১৯৮০ সালের শেষের দিকে সোভিয়েত রাশিয়ায় সফর করেন। এরপর থেকে তিনি সব সময় লাল টাই এবং শাদা শার্ট পরতেন।
২০১৩ সালে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে গত চার দশকে সৌদি সমাজের বদলে যাওয়া নিয়ে কথা বলে সালেহ মনসুর। তিনি বলেন, বর্তমানে আমরা ইট-পাথরের সভ্যতার মধ্যে বাস করছি, যেখানে কেউ তার প্রতিবেশীদের চেনে না।
চার দশক আগে সৌদি সমাজ আরও উদার ছিল বলেও মন্তব্য করেন সালেহ মনসুর।-যুগান্তর
৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস