রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬, ১১:৪৮:২০

লিবিয়ায় গাড়ি বিস্ফোরণে বাংলাদেশিসহ নিহত ৪, আহত ২১

লিবিয়ায় গাড়ি বিস্ফোরণে বাংলাদেশিসহ নিহত ৪, আহত ২১

প্রবাস ডেস্ক : লিবিয়ার গাড়ি বিস্ফোরণে এক বাংলাদেশিসহ অন্তত চারজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে লিবিয়ার দুর্নীতিবিরোধী কর্মী মোহাম্মদ বুঘাইগিসও রয়েছেন। অবশ্য নিহত বাংলাদেশির নাম পরিচয় জানানো হয়নি।

শনিবার দেশটির বেনগাজি শহরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে  বলে জানিয়েছে লিবিয়াভিত্তিক সংবাদমাধ্যম লিবিয়া হেরাল্ড। খবরে বলা হয়েছে, আহত হয়েছে আরও অন্তত ২১ জন। আহতদের বেনগাজি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লিবিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, শনিবার বেনগাজির কিশ এলাকার একটি ক্যাফের কাছে থাকা গাড়িতে বিস্ফোরণ হয়। এটি বোমা হামলা বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, গাড়িটিতে রকেট হামলা হয়েছে। বিস্ফোরণের সময় যারা গাড়ির আশেপাশে ছিলেন তারাই হতাহত হয়েছেন। সেসময় গাড়ির কাছাকাছি থাকা দুর্নীতিবিরোধী কর্মী মোহাম্মদ বুঘাইগিসও নিহত হন। তবে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে নাকি তিনি আকস্মিক রকেট হামলার সশকার হয়েছেন সে ব্যাপারে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। বাকি তিন নিহতের মধ্যে একজন বাংলাদেশে এবং অন্য দুইজন লিবিয়ার নাগরিক।

মোহাম্মদ বুঘাইগিস লিবিয়ার স্বতন্ত্র ধারার একটি দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানের প্রধান। ২০১৪ সালের জুনেও জঙ্গিরা তার বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছিল। অবশ্য সেসময় বাড়িতে ছিলেন না তিনি।  
৩০ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে