প্রবাস ডেস্ক : বাংলাদেশ থেকে মানব পাচার ও পাচারকৃত বাংলাদেশিদের আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে লিবিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ত্রিপলী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের নাম হলো- মনির ভাণ্ডারি, ইমরান এবং তাজুল ইসলাম।
লিবিয়ার বাংলাদেশ অ্যাম্বাসির ফেসবুক পেজে তাদের ছবি প্রকাশ করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
৩১ অক্টোবর ওই ফেসবুক পেজে উল্লেখ করা হয়েছে যে, এ তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে লিবিয়ায় মানব পাচার করে আসছেন। বর্তমানে তারা লিবিয়ার প্রচলিত আইনে বিচারাধীন রয়েছেন।
০৭ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম