রবিবার, ২০ নভেম্বর, ২০১৬, ০২:২৭:২০

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৫৬ হাজার টাকা ফিরিয়ে দিলেন কালাম

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৫৬ হাজার টাকা ফিরিয়ে দিলেন কালাম

প্রবাসী ডেস্ক: বিদেশের মাটিতে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করলেন প্রবাসী আবুল কালাম। তিনি সংযুক্ত আরব আমিরাতের আল আইনে ১২০০০ দিরহাম ( বাংলাদেশি টাকায় ২ লাখ ৫৬ হাজার টাকা প্রায়) কুড়িয়ে পাওয়া ফিরিয়ে দিয়েছেন। আবুল কালাম দীর্ঘ ৫ বছর ধরে আল আইনের হিলিতে এক আরবি হোটেলে কাজ করে আসছেন। সিলেট মৌলভীবাজারের অধিবাসী আবুল কালাম। গত ১৫ নভেম্বর ২০১৬ সংযুক্ত আরব আমিরাতের গ্রিন সিটি খ্যাত আল আইনের হিলিতে কুড়িয়ে পাওয়া ১২০০০ দিরহাম এক সুদানি আরবিকে ফিরিয়ে দেন। আবুল কালাম ওই দিন তাঁর কর্মস্থলের পাশে রাস্তায় ম্যানিব্যাগ ভর্তি ১২০০০ দিরহাম পান। পরে ম্যানিব্যাগের প্রাপ্ত মোবাইল নম্বরের সূত্রে প্রকৃত টাকার মালিক সুদান আরবিকে খুঁজে বের করে টাকাগুলো ফিরিয়ে দেন। স্থানীয় প্রশাসন ও স্থানীয় আরবি কফিল বা স্পনসর তাঁর এহেন কাজে খুশি হয়ে তাঁকে পুরস্কৃত করেছেন। ২০ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে