সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ০৮:১৪:৪৭

মালয়েশিয়ায় পুলিশের অভিযানে ৭৬৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় পুলিশের অভিযানে ৭৬৭ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ার নেগেরি সিমবিলান সমুদ্র তীরের পটিকসনে অভিযান চালিয়ে ৭৬৭ বাংলাদেশিসহ ৯শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলশি।

রোববার বিশেষ এ অভিযানে পটিকসনের বিভিন্ন নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ৭৬৭ বাংলাদেশি, পাকিস্তানের ৮০ জন, ভারতের ৫০ জন, ইন্দোনেশিয়ার ২২ জন, শ্রীলঙ্কার ১৩ জন, মিয়ানমারের তিনজন এবং নেপালের ২জনসহ সর্বমোট ৯৩৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে দেশটির ইমগ্রিশেন পুলশি।

অভিযান সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ১০টায় শেষ হয়। থেমে থেমে বিভিন্ন কৌশল অবলম্বন করে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করতে সফল হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন পরচিালক হাপযান হোসেনী।

হোসনেী বলনে, আটককৃত অবৈধ অভিবাসীর কাছে মালয়শেয়িায় অবস্থান করার বৈধ কাগজপত্র ছিল না। তারা সবাই নির্ধারিত সময়ের পরও মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।
২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে