প্রবাস ডেস্ক: জনপ্রিয় রান্নার প্রতিযোগিতা ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’ বিজয়ী নাদিয়া হুসেইন ব্রিটেনে ট্রেনে ভ্রমণকালে বর্ণবাদের শিকার হয়েছেন। বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নাদিয়া এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন।
তিন সন্তানের জননী নাদিয়া টুইটে লিখেছেন, তিনি মুসলিম হওয়ায় একজন সহযাত্রী তার পাশের সিটে বসতে চাননি। ওই ব্যক্তির বক্তব্য ছিল, তিনি কোনো মুসলমানের পাশে বসবেন না।
৩১ বছর বয়সী এই রন্ধনশিল্পী এর আগে জানিয়েছিলেন, তিনি বর্ণবাদকে জীবনের অংশ হিসেবে ধরে নিয়েই বেঁচে আছেন।
২০১৫ সালের বিজয়ী নাদিয়া গত আগস্টে রেডিও ফোরের সাথে এক সাক্ষাতকারে বলেছিলেন, ‘আমার মনে হয় এগুলো আমার জীবনের অংশই হয়ে দাঁড়িয়েছে, আমি ধারণাই করি এমনটা হবে।’
নাদিয়া বলেন, ‘মানুষজন আমাকে ধাক্কা দেবে, খারাপ কথা বলবে এমনটা আমি ধারণাই করি। কারণ এমনটাই হয়, এমনটাই হয়ে আসছে বছরের পর বছর।’
এসব আচরণের জবাবে তিনি প্রতিহিংসা দেখান না বলে জানান নাদিয়া।
‘আমি মনে করি চুপ থাকার মধ্যে একটা মর্যাদা আছে, আমার মনে হয় নেতিবাচকতার প্রতিক্রিয়ায় আমি নেতিবাচক আচরণ করি, তাহলে আমরা সমান হয়ে গেলাম।’
১৫ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম