শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬, ০১:২৬:২৫

যে কারণে মালয়েশিয়ায় বাড়ছে পুলিশ পরিচয়ে প্রবাসী অপহরণ

যে কারণে মালয়েশিয়ায় বাড়ছে পুলিশ পরিচয়ে প্রবাসী অপহরণ

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় অপহরণ আতংকে ভুগছেন প্রবাসীরা। অপহরণকারীদের সঙ্গে দেশটির পুলিশ ও দেশী-বিদেশী চক্র জড়িত। তবে এ বিষয়ে দূতাবাসে অভিযোগ দিয়েও প্রবাসীরা তেমন কোনো সহায়তা পাচ্ছেন না।
 
বৃহস্পতিবার মালয়েশিয়ায় এমনই এক ঘটনা ঘটে। ওইদিন বিকাল ৫টার দিকে কুয়ালালামপুর সেন্ট্রাল মার্কেটের সামনে থেকে পুলিশ পরিচয়ে বাবুল নামে এক বাংলাদেশী শ্রমিককে ধরে নিয়ে যায় অপহরণকারীরা।
 
পরে মুক্তিপণ হিসেবে ৩ হাজার রিঙ্গিত দাবি করে বাবুলকে মেরে ফেলারও হুমকি দেয়া হয়।  এ অবস্থায় বৃহস্পতিবার রাতেই বাবুলের মালিক দাতু মি. ডিন তাকে ছাড়িয়ে নিয়ে আসেন।
 
অন্যদিকে বাবুলকে অপহরণ করে অর্থ আদায়ের অভিযোগে বাবুলের বন্ধু নাসির বাদী হয়ে দাংওয়াঙ্গি থানায় সাধারণ ডায়েরি করেন।  এ সময় বাবুলকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও জানান তিনি।
 
নাসির আরও বলেন, একটি রুমে বাবুলসহ তিন বাংলাদেশীকে পেটানো হয়। পরে আটক তিনজনই বড় অংকের টাকার বিনিময়ে ছাড়া পান।
 
বাবুল টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার ওপর চলে শারীরিক নির্যাতন।
 
থানায় অভিযোগ দায়েরের পর ইন্সপেক্টর মো. রিদজুয়ান আলাং অপহরণকারীকে গ্রেফতার করেন। তবে তদন্তের তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
 
এ বিষয়ে মি. দাতু ডিন এ বলেন, আমার শ্রমিক বাবুলের বৈধ কাগজপত্র রয়েছে, অপহরণকারীর বিরুদ্ধে আমি আদালতে যাব। দেশের সুনাম রক্ষায় এটি আমাকে করতেই হবে। -যুগান্তর।
৩০ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে