মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭, ০৪:৫০:২৯

মালয়েশিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি আহত

মালয়েশিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি আহত

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ার পেনাং রাজ্যের প্রাইয়ের জুরুর শিল্প এলাকার একটি সাইনবোর্ড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার এক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতের নাম জানা যায়নি। গত রবিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কারখানায় থাকা কার্টন ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় দগ্ধ বাংলাদেশিকে পেনাংয়ের সেবেরাং জায়া হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। কারখানার বেশ কয়েকটি ফ্লোর ও পার্শ্ববর্তী আরো তিনটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। শ্রমিকদের মাঝে আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা ভয়ে ছোটাছুটি করতে থাকে।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সাইনবোর্ড কারখানার প্রায় ৮০ শতাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের মুখপাত্র আযমান হুসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
১০ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে