প্রবাস ডেস্ক : আমেরিকার নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন৷ ‘লজ্জা’ ও ‘ফেরা’র লেখিকা শনিবার একের পর এক টুইট করে আক্রমণ করেন ট্রাম্পকে৷ ট্রাম্পও তার পূর্বসূরীদের মতো মৌলবাদীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবেন না বলে অভিযোগ ‘নির্বাসিত’-র লেখিকার৷
এদিন একটি টুইট করে তসলিমা বলেন, ‘ইসলামপন্থী মৌলবাদীদের সন্ত্রাসের বিরুদ্ধে ট্রাম্প কিছুই করতে পারবেন না৷ খুব বেশি হলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের মতো তিনিও কয়েকটি মুসলিম দেশের উপর বোমাবর্ষণ করবেন৷ এতে আরও বেশি মানুষের প্রাণহানি ঘটবে৷’
আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার দিনও ট্রাম্প কট্টরপন্থী ইসলামিক মৌলবাদীদের হুঁশিয়ারি দেওয়া থামাননি৷ পশ্চিমী সংস্কৃতির বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে, তাদের ছেড়ে দেওয়া হবে না৷ ইসলামিক সন্ত্রাসকে বিশ্ব থেকে মুছে দেওয়া হবে৷ মুখের বুলি নয়, তিনি কাজ করে দেখাবেন বলেও আশ্বাস দিয়েছেন ট্রাম্প৷
২১ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এসএস