বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ১০:১৯:৫৩

সান্ত্বনা নয়- তামাশা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী- এহসানুল হক মিলন

সান্ত্বনা নয়- তামাশা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী- এহসানুল হক মিলন

মালয়েশিয়া প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো'র মৃত্যুর পর প্রধানমন্ত্রী সান্ত্বনা দিতে নয় তামাশা করতে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন সাবেক শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন।

এ সময় তিনি ক্ষোভপ্রকাশ করে বলেন, সন্তানহারার শোকে বিহ্বল মা'য়ের সঙ্গেও আপনি হিংসাত্মক রাজনীতি করতে ছাড়েননি।

মঙ্গলবার আরাফাত রহমান কোকো'র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী কুয়ালালামপুরের অদূরে টিএসবি বান্ডার বারু সুংগাইবুলুতে 'বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম মালয়েশিয়া'র উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল, দুঃস্থদের মাঝে খাবার বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, এক সন্তানকে কেড়ে নিয়েছেন আরেক সন্তান পঙ্গু অবস্থায় চিকিৎসার জন্য বিদেশে গিয়ে এখন নির্বাসনের জীবনজাপন করছেন। তাকে দেশে ফিরতে দিচ্ছেন না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানুষ ও গণতন্ত্রের হত্যাকারী আখ্যা দিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন বলেন, পাঁচওয়াক্ত নামাজ আদায় ও নিয়মিত কোরআন পাঠ করলে আপনি কিভাবে মানুষ হত্যা ও গণতন্ত্রকে হত্যা করতে পারলেন।

এ সময় তিনি প্রবাসে থেকেও দেশের জন্য বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম মালয়েশিয়ার কার্যক্রমের প্রশংসা করেন।

ফোরামের সভাপতি মামুন বিন আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং তুষার সরদার ও শাহ আলম মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও মালয়েশিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাস পুষ্পাওয়াতি বিনতে হাজী সেলিম, যুবদলের সহ-সভাপতি রাসেল প্রিন্স, এনায়েত উল্লাহ, মো. দেলোয়ার হোসেন, মো. সরদার মনসুর, আমিন শরিফ, আব্দুস সালাম প্রমুখ।

আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
২৫ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে