মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:১৩:২০

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বাংলাদেশী তরুণী নিহত

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বাংলাদেশী তরুণী নিহত

প্রবাস ডেস্ক : একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক বাংলাদেশী তরুণী নিহত ও আহত হয়েছেন আরও দুই জন। ঘটনাটি ঘটেছে শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রামোনা বিমানবন্দরে। নিহত তরুণীর নাম শায়রা নুর লামিসা। বয়স ২১ বছর।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ২:৩০ মিনিটে বিমানটি গিলেস্পি ফিল্ড এয়ারপোর্ট থেকে আকাশে উড়ে। এবিসি নিউজের সহযোগী সংবাদ মাধ্যম টেননিউজ নিশ্চিত করেছে, নিহত শিক্ষার্থী পাইলট হলেন বাংলাদেশী নারী শায়রা নুর। তিনি ঢাকার বাসিন্দা।

দেসাই শুভম নামে এক ব্যক্তি শায়রা নুরের ঘনিষ্ঠ বন্ধু দাবী করে জানান, তারা আমেরিকান অ্যাভিয়েশন অ্যাকাডেমিতে বিমান চালনা শিখছিলেন। শুভম বলেন, নুর তার পিতার মতো পেশাদার পাইলট হতে চেয়েছিলেন। সান ডিয়েগোর ওই স্কুলে তিনি প্রায় ৯ মাস ধরে বিমান চালনা শিখছিলেন।

শনিবার বিকেলে যখন ওই বিমান রামোনা এলাকার কাছে একটি পর্বতে বিধ্বস্ত হয়, তখন নুর পেছনের আসনে ছিলেন। প্রশিক্ষক ও আরেক শিক্ষার্থী ছিলেন সামনের আসনে। তারা দু’ জন গুরত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
১৪ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে