বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০১৭, ০৯:১২:৪১

সৌদি আরব থেকে শূন্য হাতে দেশে ফিরছেন ১৭০ শ্রমিক

সৌদি আরব থেকে শূন্য হাতে দেশে ফিরছেন ১৭০ শ্রমিক

প্রবাস ডেস্ক : অর্থনৈতিক মন্দার মুখে পড়ে বেতন-ভাতা না পেয়ে সৌদি আরব থেকে শূন্য হাতে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন ১৭০ বাংলাদেশি শ্রমিক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (১০ মার্চ) ভোর ৪ টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন ২৮ জন শ্রমিক। সৌদির আল-সাদ গ্রুপে কর্মরত ১৭০ জন বাংলাদেশি শ্রমিকের কোম্পানির ব্যবস্থাপনা ও বিভিন্ন সমস্যার কারণে গত ৭-১০ মাসের বেতন-ভাতাদি বন্ধ রয়েছে। এ অবস্থায় বাংলাদেশ দূতাবাস সৌদি শ্রম মন্ত্রণালয়ের সহায়তায় কোম্পানির সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এসব শ্রমিকরা সৌদি শ্রম আদালতে বেতন ও অন্যান্য পাওনা আদায়ে মামলা করেন। এ অবস্থায় শ্রমিকদের পর্যায়ক্রমে দেশে ফেরত পাঠাতে ‘ফাইনাল এক্সিট’ দিচ্ছে সৌদি শ্রম মন্ত্রণালয়।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মো. সারওয়ার আলম শ্রমিকদের দেশে ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রমিকরা শূন্য হাতে দেশে ফেরত যাচ্ছেন। আমরা সরকারের কাছে সুপারিশ করেছি যেন এসব শ্রমিককে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেয়া হয়।

০৯ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে