প্রবাস ডেস্ক: রোববার পেনাংয়ের হোটেল গ্রাম সেলুনে এ মতবিনিময় হয়। অনুষ্ঠানে অন্তত ৫০ জন নিয়োগকারী ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
শহীদুল ইসলাম বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে অত্যন্ত চমৎকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক দক্ষতায় জি-টু-জি প্লাস পদ্ধতিতে শ্রমিক রফতানি শুরু হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর টেলিফোনে আলাপের পরিপ্রেক্ষিতে বিদেশী কর্মীদের জন্য দেশটিতে সাময়িক ওয়ার্ক পারমিট ইস্যু প্রক্রিয়াধীন রয়েছে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- দূতাবাসের ডিফেন্স উইং প্রধান এয়ার কমোডর হুমায়ূন কবির, কাউন্সেলর (শ্রম) মো. সায়েদুল ইসলাম, ফার্স্ট সেক্রেটারি (মিনিস্টার) রইছ হাছান সারোয়ার, এম এসকে শাহীন, কমার্শিয়াল উইং ধনঞ্জয় কুমার দাস।
এদিকে গতকাল শনিবার পেনাংয়ে দুই দিনব্যাপী মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) তৈরিতে ফিঙ্গার প্রিন্ট ও পাসপোর্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শহীদুল ইসলাম।
১২ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস