প্রবাস ডেস্ক: বেআইনিভাবে সাঁতার কেটে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার সময় চার বাংলাদেশিকে আটক করেছে সিঙ্গাপুরের সীমান্তবর্তী পুলিশের কোস্টগার্ড।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) ও ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্ট অথোরিটি। এতে বলা হয়, আটকদের বয়স ২৫ থেকে ৪২ বছরের মধ্যে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২ টা ২২ মিনিটে সুঙ্গেই তুয়ানে সমুদ্র থেকে তাদের আটক করা হয়।
আটক বাংলাদেশিরা সাঁতরে সিঙ্গাপুর জলসীমার দিকে পাড়ি জমাচ্ছিলেন। সেখানে ভূমি ও সমুদ্রে উভয় জায়গায় নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। এভাবে সাঁতার কাটতে দেখে ভাসমান চারজনকে আটক করা হয়।
এ ঘটনায় তদন্ত চলছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।
১৫ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/পিপি/টিএস