বুধবার, ১৫ মার্চ, ২০১৭, ০৪:০৮:১৩

সৌদিতে প্রবাসীদের রেসিডেন্ট কার্ড নবায়ন না করলে জরিমানা, নীতি ভঙ্গ করলে শাস্তি দ্বিগুণ

সৌদিতে প্রবাসীদের রেসিডেন্ট কার্ড নবায়ন না করলে জরিমানা, নীতি ভঙ্গ করলে শাস্তি দ্বিগুণ

প্রবাস ডেস্ক: সৌদিতে প্রবাসীদের রেসিডেন্ট কার্ড নবায়ন না করলে স্পন্সরদের শাস্তি পেতে হবে এবং সঙ্গে জরিমানাও গুনতে হবে। পাসপোর্ট দপ্তর থেকে জানানো হয়েছে, সঠিক সময়ে প্রবাসী শ্রমিকদের রেসিডেন্ট কার্ড নবায়ন করতে না পারলে স্পন্সরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শাস্তি বা জরিমানা এড়াতে সময় শেষ হওয়ার আগেই নিজেদের রেসিডেন্ট কার্ড নবায়নের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে পাসপোর্ট দপ্তর। রেসিডেন্ট কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলে ওই কার্ডধারী ব্যক্তি কোনোভাবেই দাপ্তরিক কাজে ই-সার্ভিস ব্যবহার করতে পারবেন না।

আইন অনুযায়ী, নীতি ভঙ্গ করলে শাস্তি দ্বিগুণ করা হবে। ২০১৫ সালের অক্টোবর থেকেই মুকেম কার্ড নবায়ন শুরু করেছে পাসপোর্ট দপ্তর। মুকেম কার্ডকে ইকামা এবং রেসিডেন্ট পারমিট কার্ডে রুপান্তর করা হয়েছে। এই কার্ডের মেয়াদ পাঁচ বছর। প্রতি বছর সয়ংক্রিয়ভাবেই এই কার্ডের মেয়াদ বাড়ানো হয়।

মুকেম কার্ডে ব্যক্তির ছবি, জাতীয়তা, জন্ম তারিখ, পেশা, স্পন্সরের নাম এবং কার্ডের মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ করা থাকে।
১৫ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/পিপি/টিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে