বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭, ০৭:০২:০২

অারব আমিরাতের নতুন আইন, লাইসেন্স বাতিলসহ কঠোর সাজা

 অারব আমিরাতের নতুন আইন, লাইসেন্স বাতিলসহ কঠোর সাজা

প্রবাস ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত অারব আমিরাতে জরিমানা ও লাইসেন্স বাতিলসহ কঠোর বিধান রেখে নতুন ট্রাফিক আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদন পাওয়া ওই খসড়া আইনে রাস্তায় চলাচলে গাড়ির প্রত্যেক যাত্রীকে বেল্ট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন আইন অনুযায়ী, কোনো যাত্রী বেল্ট না লাগিয়ে চলাচল করলে চালকের চারশ দিরহাম জরিমানার পাশাপাশি চার কালো পয়েন্ট যোগ করা হবে। নতুন আইনটি বাস্তবায়নের জন্য জনগণকে ব্যাপক পরিসরে নিয়ম-কানুন ও লঙ্ঘনের ব্যাপারে জানাতে গেজেট আকারে প্রকাশ করবে আরব আমিরাত।

তবে নতুন এ আইন কবে থেকে কার্যকর হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি। দেশটির উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল শেখ সাইফ বিন জায়েদ আল নাহিয়ান আনুষ্ঠানিকভাবে ওই আইনে স্বাক্ষর করেছেন।

নতুন এ আইন লঙ্ঘনে জরিমানা, কালো পয়েন্ট যুক্তের পাশাপাশি যানবাহন বাজেয়াপ্তের কথা উল্লেখ আছে।

বেপরোয়া গাড়ি চালানোর কারণে ২ হাজার দিরহাম জরিমানা, ২৩ কালো পয়েন্ট ও যানবাহন ৬০ দিনের জন্য বাজেয়াপ্ত করা হবে। এছাড়া কোনো চালক অন্য কারো জীবন হুমকির মধ্যে ফেললেও একই বিধান প্রযোজ্য হবে।

বেপরোয়া গাড়ি চালানোর ফলে লাইসেন্স বাজেয়াপ্ত হলে জরিমানা গুণতে হবে তিন হাজার দিরহাম। নেশাগ্রস্ত অথবা মাদকাসক্ত চালকদের গাড়ির লাইসেন্স এক বছরের জন্য স্থগিত করা হবে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে