প্রবাস ডেস্ক : ব্রিটিশ পার্লামেন্টের সামনে সন্ত্রাসী হামলায় হামলাকারী ও পুলিশসহ ৫ জন নিহত হয়েছেন। হামলার সময় পার্লামেন্ট ভবনেই ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেসহ অন্যান্য মন্ত্রী-এমপিরা। এসময় সংসদ ভবনেই ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। তবে তিনি সম্পূর্ণ নিরাপদে আছেন।
হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি’রা। এসময় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনের এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, জঙ্গিরা মুসলিমদের প্রতিনিধিত্ব করে না।
বৃহস্পতিবার হাউস অব কমন্সে এ বিষয়ে কথা বলেন টিউলিপ সিদ্দিক। তিনি বলেন, ইসলামের নামে যারা এদেশে সন্ত্রাসী তৎপরতা চালায় তারা এই শহরে মুসলিমদের প্রতিনিধিত্ব করে না। দুনিয়ার কোথাও তারা মুসলিমদের প্রতিনিধিত্ব করে না।
এদিন হাউস অব কমন্সে দেওয়া বক্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, হামলাকারী ব্যক্তি একজন ব্রিটিশ নাগরিক। পুলিশ ও গোয়েন্দা বিভাগ তাকে চিনতো এবং কয়েক বছর আগে সহিংস উগ্রপন্থার অভিযোগে তার বিরুদ্ধে তদন্তও করা হয়েছিল। সে ইসলামি দর্শন দ্বারা অনুপ্রাণিত ছিল।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পরই সন্ত্রাসী-জঙ্গিদের ব্যাপারে নিজের অবস্থানের জানান দেন টিউলিপ সিদ্দিক। সন্ত্রাসী কর্মকাণ্ডের মুখে পার্লামেন্টের কর্মী এবং নিরাপত্তা বাহিনীগুলোর সদস্যদের দৃষ্টান্তমূলক আচরণের প্রশংসা করেন টিউলিপ সিদ্দিক। তিনি বলেন, ‘ঘটনাস্থলে কিছুসংখ্যক ছোট শিশুও ছিল। কিন্তু স্টাফরা শান্তভাবে পরিস্থিতি সামাল দিয়েছে।
বাংলাদেশি বংশোদ্ভূত আরেক এমপি রুশনারা আলীও এ হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন। এ ধরনের হামলা প্রতিরোধে তিনি মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন।
২৩ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস