সিঙ্গাপুর থেকে জাহাঙ্গীর বাবু: ২৬ শে মার্চ ২০১৭ ইং মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি,কেয়ার, বাংলার কন্ঠ পত্রিকা,দিবাশ্রম এর যৌথ আয়োজনে রেনডোম ব্লেন্ডস অনুষ্ঠান মালার এর শেষ দিন, রবিবারে সকাল এগারোটায় মেরিনা বে সেন্ডস এর ফ্লাওয়ার বিল্ডিং, আর্টস এন্ড সাইয়েন্স মিউজিয়ামের চতুর্থ তলায় স্বরচিত কবিতা ও সঙ্গীত পরিবেশন এর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করে।
অনুষ্টানে বাংলাদেশের স্বাধীনতা,বাংলার কন্ঠ দিবাশ্রমের কার্য্যক্রম, বাংলা কবিতা,সাহিত্য চর্চা,প্রসার, প্রবাসীদের কল্যানে কেয়ার, দিবাশ্রম এবং বাংলার কণ্ঠ সম্পাদক এ কে এম মোহসীনের নিরলস প্ররিশ্রম,উদ্যোগ নিয়ে শুভেচ্ছা বকতব্য প্রদান করেন, কেয়ার চেয়ারম্যান প্রফেসর মোহন দত্ত।
উপস্থিত ছিলে এ কে এম মোহসীন ও বাংলার কন্ঠ কালচারাল ফান্ডেশন,বাংলার কণ্ঠ সাহিত্য পরিষদ এর কবি, শিল্পী, প্রবাসী বাংলাদেশী,সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভারসিটির ছাত্র ছাত্রী গবেষক,আর্টস এণ্ড সায়েন্স এর কর্মকর্তা বৃন্দ।
স্বরচিত কবিতা আবৃতি করেন,জাহাঙ্গীর বাবু,অসিত কুমার বাড়ৈবাঙ্গালী,হাসনাত মিলন। সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের শিল্পী বৃন্দ।
২৬ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস