প্রবাস ডেস্ক : সৌদি আরবের মক্কায় মসজিদ আল-হারামের নির্মাণাধীন অংশে ক্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২৫ জন বাংলাদেশি রয়েছেন বলে বলে আরব টিভির বরাত দিয়ে জানিয়েছে পাকিস্তানের একাধিক গণমাধ্যম।
সেখানে নির্মাণকাজের ক্রেন ভেঙে নিহত হন ১০৮ জন। রোববার এক প্রতিবেদনে সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়াও এ খবর জানিয়েছে। তবে এমন খবরের সত্যতা প্রত্যাখ্যান করেছে দূতাবাস।
ডেইলি পাকিস্তান, জিও নিউজ, দা নিউজ ইন্টারন্যাশনালসহ পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২৫ বাংলাদেশি, ১৫ পাকিস্তানি, ২৩ মিসরীয়, ১০ ভারতীয়, ২৫ ইরানি, ৬ মালয়েশীয়, এক আলজেরীয় ও ১ জন আফগান নাগরিক রয়েছেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর অস্বীকার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি কনস্যুলার লুৎফুর রহমান বলেন, আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। আমরা যতদূর জানি, নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি নেই।
প্রতিবেদনে বলা হয়, সৌদি বাদশাহ মোহাম্মদ সালমান বিন আবদুল আজিজ দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেন এবং হতাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একইসঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ বের করে জনসম্মুখে প্রকাশের ঘোষণা দেন তিনি। সৌদি বাদশাহ হাসপাতালে চিকিৎসাধীন আহতদেরও দেখতে যান।
প্রসঙ্গত, শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় নির্মাণকাজের ক্রেন ভেঙে পড়ে। এতে অন্তত ১০৭ জন হাজীর মর্মান্তিক মৃত্যু হয়।
সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে দাবি করা হয়, দুর্ঘটনায় ৪০ জন বাংলাদেশি আহত হয়েছেন। তবে তারা আশঙ্কামুক্ত।
১৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম