শনিবার, ০৮ এপ্রিল, ২০১৭, ০১:০০:৩৯

দিল্লীতে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান তসলিমা

দিল্লীতে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান তসলিমা

প্রবাস ডেস্ক : বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ভারতে থাকাকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান। সেই মতো বিভিন্ন মহলে বার্তা পাঠিয়েছেন তিনি। টুইটারেও তসলিমা লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে আসছেন। আমাকে কি তার সঙ্গে দেখা করতে দেয়া হবে? অবশ্যই না।

২৪ বছর ধরে বাংলাদেশ থেকে নির্বাসিত তিনি। তার পাসপোর্টও নবায়ন করা হয়নি। তসলিমা বর্তমানে দিল্লিতে বসবাস করছেন। তবে তসলিমা বাংলাদেশে প্রবেশের অনুমতির পাশাপাশি তার কিছু ব্যক্তিগত সমস্যার সুরাহার জন্যই শেখ হাসিনার সঙ্গে কথা বলতে আগ্রহী।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ঢাকার শান্তিনগরে তসলিমার একটি ২ হাজার বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। সেটি তিনি বিক্রি করতে বা ভাড়া দিতে পারছেন না। তিনি দেশে না থাকায় কোনো পাওয়ার অব এটর্নি দিতে পারছেন না বোনকে। এটি দেবার জন্য পাওয়ার অব এটর্নিতে বাংলাদেশের কোনো কূটনীতিকের সই প্রয়োজন।

কিন্তু বহু দেশে বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করেও তিনি সফল হননি। আর তাই খোদ হাসিনার কাছ থেকেই বিষয়টির সুরাহা চান। তার আশঙ্কা বহুমূল্যের এই ফ্ল্যাটটি বেদখল হয়ে যেতে পারে। এছাড়া পিতা-মাতা মারা যাবার পর পৈতৃক সম্পত্তি নিয়েও তিনি কোনো আইনি সিদ্ধান্ত নিতে পারছেন না।

অবশ্য তসলিমা টুইটারে লিখেছেন, প্রত্যেকেই হাসিনাকে সমর্থনের কথা বলছেন। কিন্তু কেউই তার সঙ্গে আমাকে দেখা করতে দেয়া কিংবা আমার দেশে ফেরার ব্যাপারে কোনো কথা বলছেন না। তসলিমা আরো লিখেছেন, অশ্লীলতার অভিযোগে ১৯৯৭ সালে শেখ হাসিনা ‘আমার মেয়েবেলা’ বইটি নিষিদ্ধ করেছিলেন। কিন্তু আমি বইটি নিয়ে বহু পুরস্কার পেয়েছি। এবার কি তিনি নিষেধাজ্ঞা তুলে নেবেন?  
০৮ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে