শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭, ০৫:০২:১০

‘মৌলবাদ শেখার চেয়ে মঙ্গল শোভাযাত্রা শেখা ভালো’

‘মৌলবাদ শেখার চেয়ে মঙ্গল শোভাযাত্রা শেখা ভালো’

প্রবাস ডেস্ক : বাংলাদেশকে অনুসরণ করছে পশ্চিমবঙ্গ বলে দাবী করে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বলেন, ‘মন্দ জিনিস শেখার চেয়ে ভালো জিনিস শেখা ভালো। মৌলবাদ শেখার চেয়ে মঙ্গল শোভাযাত্রা শেখা ভালো।’ নিজের ফেসবুক একাউন্টে এক পোস্টে তিনি একথা বলেন।

লেখিকা লেখেন, বাহ বাংলাদেশের কাছ থেকে তাহলে পশ্চিমবঙ্গ শিখলো কাগজের হাতি ঘোড়া হাতে নিয়ে শাড়ি ধুতি পরে ঢোল বাজিয়ে নেচে গেয়ে রাস্তায় মঙ্গল শোভাযাত্রা করা! পশ্চিমবঙ্গের পয়লা বৈশাখ আমি বেশ কয়েক বছর দেখেছি। বর্ণাঢ্য কোনওকিছুর অস্তিত্ব ছিল না।

তসলিমা নাসরিন বলেন, বাঙাল যা করে আজ, বাঙালি তা করে কাল। বাংলাদেশ আমার বই নিষিদ্ধ করেছে, দেখাদেখি পশ্চিমবঙ্গও করেছে। বাংলাদেশ আমাকে তাড়িয়েছে, দেখাদেখি পশ্চিমবঙ্গও তাড়িয়েছে। বাংলাদেশের সরকার মৌলবাদকে প্রশ্রয় দেয়, পশ্চিমবঙ্গের সরকারও একই কাজ করে।

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে মসজিদ মাদ্রাসা বাড়াচ্ছে উল্লেখ্য করে নির্বাসিত লেখিকা বলেন, বাংলাদেশে কচুরপানার মতো মসজিদ মাদ্রাসা বাড়ছে, দেখে দেখে পশ্চিমবঙ্গও মসজিদ মাদ্রাসা বাড়াচ্ছে। রক্তের সম্পর্ক সম্ভবত একেই বলে। তবে, মন্দ জিনিস শেখার চেয়ে ভালো জিনিস শেখা ভালো। মৌলবাদ শেখার চেয়ে মঙ্গল শোভাযাত্রা শেখা ভালো।

১৫ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে