বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭, ০৪:২৫:২২

সোনু নিগমের ‘আজান’ বিতর্কে মুখ খুললেন তসলিমা নাসরিন

সোনু নিগমের ‘আজান’ বিতর্কে মুখ খুললেন তসলিমা নাসরিন

প্রবাস ডেস্ক : সোনু নিগমের ‘আজান’ ট্যুইট ঘিরে বিতর্ক থেমেও যেন থামছে না৷ ‘মুসলিম নই৷ তবুও আজান শুনে জাগতে হয়৷ মন্দির হোক বা গুরুদ্বার, মাইকে ধর্মীয় গান বাজানোর বিরোধিতা করছি!’

সোনুর এই ট্যুইটের পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে৷ আজান নিয়ে মন্তব্যের জেরে যেমন সমালোচনার মুখে পড়তে হয়েছে বলিউডের এই গায়ককে৷ তেমনি পাশে পেয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী, অভিনেত্রী রিচা ছড্ডাদের৷ এবার সোনুর পাশে দাঁড়ালেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন৷

তসলিমা এদিন ট্যুইটে জানান, ‘আজান খুব সুন্দর ৷ কিন্তু যখন কেউ ঘুমোচ্ছেন, মিটিংয়ে রয়েছেন, পড়াশোনা করছেন বা কোনও কাজ মনোযগ দিয়ে করছেন তখন সে সুন্দর গান শুনতে চাই না৷ যে কোনও জিনিস যা থেকে শব্দ দূষণ তা বন্ধ করা উচিৎ ৷ এমনকি ধার্মিক অনুষ্ঠানেও এই নিয়ম লাগু করা উচিৎ৷ যদি কেউ সকালে উঠে প্রার্থনা করতে চান তাহলে নিজের ফোনে অ্যালার্ম সেট করে রাখুন৷’

বুধবার সোনু নিগমের আজান ট্যুইটকে বিরোধিতা করে মৌলবীরা ফতোয়াও জারি করেছিল যে সোনুর মাথা কামিয়ে, জুতোর মালা পড়ালেই দশ লক্ষ টাকা পুরস্কার! এই প্রসঙ্গে তসলিমা জানান, যে কলকাতার এক মৌলবী তার সঙ্গেও এরকম করেছিলেন৷ বলেছিলেন তসলিমার মুখে কালি মাখাতে পারলে ৫০ হাজার টাকা দেওয়া হবে৷ কিন্তু তসলিমার এক বন্ধু তার মুখে কালি লাগালেও তাকে কোনও টাকা দেওয়া হয়নি৷
২০ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে