শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ১১:০৫:৪১

কাছের মানুষ তারাই, যারা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে : তসলিমা

কাছের মানুষ তারাই, যারা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে : তসলিমা

প্রবাস ডেস্ক : নিজ নিজ সম্প্রদায়ে জন্য লড়াই করার চেয়ে যারা অন্য সম্প্রদায়ের মানুষের বিপদে পাশে গিয়ে দাঁড়ায় তারাই প্রকৃত কাজের মানুষ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন।

তসলিমা নাসরিন বলেন,  ‘যে হিন্দুরা শুধু হিন্দুদের জন্য লড়াই করে, যে মুসলমানেরা শুধু মুসলমানদের জন্য লড়াই করে, যে খ্রিস্টানেরা শুধু খ্রিস্টানদের জন্য এবং যে ইহুদিরা শুধু ইহুদিদের জন্য, যে শিখরা শুধু শিখদের জন্য লড়াই করে, তাদের লড়াই করার অধিকারে আমি বিশ্বাস করি, কিন্তু কাছের মানুষ তাদেরই ভাবি যারা নিজের গোষ্ঠীর পাশে নয়, অন্য গোষ্ঠীর বিপদে ঝাঁপিয়ে পড়ে।’

বাংলাদেশি লেখিকা আরো বলেন, ‘সব গোষ্ঠীর সব রকম অন্যায়ের প্রতিবাদ যারা করে। নিজের গোষ্ঠী অন্যায় করলে অন্যায়কে অন্যায় বলে ধরবো না, আর অন্য গোষ্ঠির পান থেকে চুন খসলে গালাগালি করবো- না, এমন একেবারেই নয়। নিজের সমালোচনা করো, অন্যের জন্য সহানুভূতি ঢালো। বিশেষ করে নিরপরাধ, নির্যাতিত মানুষের জন্য। সমাজটা কী ভালোই না হতো এমন হলে।’

২২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে