সোমবার, ০১ মে, ২০১৭, ০৩:২৩:২২

দুঃসংবাদ প্রবাসীদের জন্যঃ ৩০ জুনের মধ্যে সৌদি না ছাড়লে কঠোর সাজা

দুঃসংবাদ প্রবাসীদের জন্যঃ ৩০ জুনের মধ্যে সৌদি না ছাড়লে কঠোর সাজা

প্রবাস ডেস্ক: সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশীসহ অবৈধ অধিবাসীদের আগামী ৩০ জুনের মধ্যে দেশটি ছাড়তে হবে। এ সময়ের মধ্যে বিনা শাস্তিতে সৌদি আরব ছাড়তে পারবেন এসব অবৈধ প্রবাসীরা।

মক্কা দৈনিকের বরাত দিয়ে সৌদি আরবের বার্তা সংস্থা সউদি গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় যারা ৩০ জুনের মধ্যে নিয়মমাফিক নিজ নিজ দেশে ফেরত যাবেন, তারা পরবর্তী সময়ে বৈধভাবে সৌদিতে আসার সুযোগ পাবেন। সরকারের বেঁধে দেয়া এ সময়ের মধ্যে সৌদি না ছাড়লে তাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বলেও ঘোষণা দিয়েছে দেশটি।

প্রতিবেদনে বলা হয়েছে, জাওয়াতের পাসপোর্ট অফিসের পক্ষ থেকে সেখানে মোট ৭৮টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে বাংলাদেশিসহ অবৈধ অধিবাসীদের দেশে ফিরে আসতে প্রয়োজনীয় অনুমতিপত্র দেয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি অভিবাসী ফেরত যাচ্ছেন জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর দিয়ে। এ ছাড়া সৌদি আরবের মদিনার রাবিগ, কুনুফুদা, তায়েফ ও জেদ্দায় অভিজ্ঞতাসম্পন্ন লোকদের দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি সজ্জিত বিশেষ রিসেপশন সেন্টার পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে ভ্রমণ, হজ কিংবা উমরাহ ভিসা নিয়ে মক্কায় এসে যারা অবৈধভাবে অবস্থান করছেন, তাদের সঠিক পদ্ধতিতে ইলেকট্রিক্যাল প্রযুক্তির সাহায্যে ভিসা সংক্রান্ত নিয়ম-নীতি ঠিক করে দেশে ফেরত পাঠানো হচ্ছে। সূত্র: সউদি গেজেট ও জি নিউজ।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে