নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৪ দশমিক ২৮ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার চার দশমিক ৯১ শতাংশ বেশি। গত বছর এ হার ছিল ৮৯ দশমিক ৩৭ শতাংশ। বৃহস্পতিবার (৪ মে) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সচিবালয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। ফলের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিদেশের আটটি কেন্দ্র।
বিদেশের এসব কেন্দ্র থেকে মোট ৪৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১২ জন পাস করেছে। এসব কেন্দ্রে জিপিএ ৫ পেয়েছে ১১২ জন। এর মধ্যে ৩৭ জনই জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী।
বিদেশের আটটি কেন্দ্র হলো সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, রিয়াদের বাংলাদেশ অ্যাম্বেসি স্কুল, ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল, কাতারের দোহায় বাংলাদেশ মাসহুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল, দুবাইয়ের শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল, বাংলাদেশ ইসলামিয়া স্কুল, মানামার বাহরাইনে বাংলাদেশ স্কুল ও ওমানের বাংলাদেশ স্কুল শাহাম।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৮১ দশমিক ২১ শতাংশ, মাদরাসা বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ২০ ও কারিগরি বোর্ডে ৭৮ দশমিক ৬৯ শতাংশ।
৪ মে ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস