প্রবাস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল বুধবার রাতে পবিত্র লাইলাতুল বরাত উদযাপিত হবে। চাঁদের হিসেব অনুযায়ী ১৪ শাবান দিবাগত রাতই হচ্ছে শবেবরাতের রাত। সেই হিসেবে আগামীকাল বুধবার আমিরাতে শবেবরাত উদযাপিত হবে।
মুসলিম বিশ্বে শাবান মাসের ১৫তম দিনে অর্থাৎ ১৪ শাবান দিবাগত রাতে লাইলাতুল বরাত হয়। সে হিসেবে ১০ মে দিবাগত রাতই আমিরাতে শবেবরাতের রাত। 'লাইলাতুল বরাত' বা 'ভাগ্য রজনী' হিসেবে পরিচিত তাৎপর্যপূর্ণ রাতটি আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুসলমানরা আগামীকাল রাতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আসকার, মিলাদ মাহফিলসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন।
আমিরাতে অবস্থানরত হাজার হাজার বাংলাদেশি প্রবাসী রাতটি মসজিদ, বিভিন্ন সংগঠনের কার্যালয় ও মাজার শরিফে ইবাদত বন্দেগির মাধ্যমে উদযাপন করবেন। ইতিমধ্যে আমিরাতে অনেক প্রবাসী সংগঠন লাইলাতুল বরাত উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস