প্রবাস ডেস্ক: ৩ বছরের মধ্যেই সৌদি আরব ছাড়তে হবে সব প্রবাসী শ্রমিকদের। দেশটির উপমন্ত্রী আবদুল্লাহ আল মেলফি জানিয়েছেন, সব মন্ত্রণালয় এবং সরকারি বিভিন্ন বিভাগকে আগামী তিন বছর অর্থাৎ ২০২০ সালের মধ্যে প্রবাসী শ্রমিকদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছে সিভিল সার্ভিস মন্ত্রণালয়।
সৌদি আরবের গণমাধ্যম খালেজ টাইমস এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর সরকারি বিভিন্ন খাতে প্রবাসী শ্রমিকের সংখ্যা ছিল ৭০ হাজার। এক বৈঠকে আবদুল্লাহ আল মেলফি বলেছেন, ২০২০ সালের পর সৌদিতে কোনো প্রবাসী শ্রমিক থাকতে পারবেন না।
‘জব ন্যাশনালাইজেশন’ শিরোনামের একটি ওয়ার্কশপে ২০২০ সালের মধ্যে সৌদিজেশন পরিকল্পণার ওপর জোর দেওয়া হয়। সেখানেই এক বৈঠকে এসব কথা জানান আবদুল্লাহ আল মেলফি। মন্ত্রণালয়, সরকারি বিভিন্ন স্তরের এবং বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, মানব সম্পদ বিশেষজ্ঞ এবং বেশ কয়েকজন মন্ত্রী ওই বৈঠকে অংশ নেন।
মালফি বলেন, সৌদির ন্যাশনাল ট্রান্সফরমেশন প্রোগ্রাম ২০২০ এবং কিংডমস ভিসন ২০৩০-এর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকারি চাকরি সম্পূর্ণ জাতীয়করণ। আগামী তিন বছরের মধ্যে সরকারের এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বহু প্রবাসী চাকরি হারাবেন।
১১ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস