সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:০২:৩৫

লেবাননে জম্মাষ্টমী উদযাপন

লেবাননে জম্মাষ্টমী উদযাপন

ওয়াসীম আকরাম, বৈরূত, লেবানন প্রতিনিধি :- ১৩ই সেপ্টেম্বর ২০১৫ইং রোজ রবিবার রাজধানী বৈরূত-লেবানন দিকউনি এলাকায় একটি স্কুল মাটে সকাল ৭টা থেকে বিকাল ৬টা পর্যন্ত খুব ঝাঁকজমক ভাবে লেবানন বসবাসকারী বাংলাদেশী হিন্দু সম্প্রদায় ও লেবানন ইসকন এর যৌথ সহযোগিতায় শ্রী শ্রী কৃষ্ণের জম্মাষ্টমী পালন করে।

    
অনুষ্টান পরিচালনায় ছিলেন বাবুল ধর ও বিমল কর্মকার.কীর্তন পরিবেশন করেন বাংলাদেশ হিন্দু সংগঠন "নামহট্র সংঘ", কৃষ্ণ কথা পরিবেশন করেন কৃষ্ণপ্রেমী শ্রী মধুকরন।
        

জম্মাষ্টমী উৎসবের প্রধান অতিথী ছিলেন মান্যবর রাষ্ট্রদুত আবদুল মোতালেব সরকার (বাংলাদেশ দূতাবাস বৈরূত-লেবানন).মান্যবর রাষ্ট্রদুতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুমী সাহা ও আল্পনা কর্মকার, এবং কমিটির পক্ষ থেকে বালায় নামাবলি জড়িয়ে দেন লেবানন ইসকন এর প্রতিনিধি ফিলিপ নাজ্জর (প্রেমাধান দাশ)।
      

মান্যবর রাষ্ট্রদুত বলেন, এই শুভদিনের আনন্দ সবাইর অন্তরে শুভবোধ জাগ্রত করূক,হানাহানি মুক্ত,, নির্লোভ ও বীর্ষময় মহাজীবন গঠনের যে শুভ সংবাদ নিয়ে জম্মাষ্টমী আমাদের দ্বারে উপস্হিত হয়েছে সর্বজনীনভাবে তাকে মননে,চিন্তায় ধারন করে কর্মে প্রতিফলিত করতে পারার মধ্যেই রয়েছে এই দিনটি উদযাপনে সার্থকতা। তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে উদ্দ্যেশ করে বলেন শ্রী কৃষ্ণের জীবনি থেকে শিক্ষা নিয়া প্রবাসীদের কাজ করার আহব্বান জানান এবং বাংলাদেশ প্রবাসী কল্যান সমিতি বৈরূত লেবাননকে ইংগিত দিয়া বলেন জাতীয় ও ধর্মীয় যত উৎসব গুলা যেন যথা-যথ মর্যাদায় করে বাংলাদেশকে বির্শ্বের নিকট ফুটে তুলতে পারে।তিনি পূজা উদযাপন কমিটি সহ সবদেশের কমিউনিটিকে এমন মনোরম পরিবেশের উৎসব পালনের জন্য ধন্যবাদ জানান।
     

আরো উপস্হিত ছিলেন, মানস,নন্দন,,উজ্জল,কর্মকার,গনেশ মজুমদার,রাজিব,খোকন,দুলাল,শিমুল রাজ, বাংলাদেশ প্রবাসী কল্যান সমিতি লেবানন সভাপতি মফিজুর ইসলাম বাবু,সিনিয়র সহ সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি লেবানন শাখার সভাপতি মো:- মানিক মোল্লা, বিএনপি লেবানন শাখার দফতর সম্পাদক ওয়াসীম আকরাম সহ মিডিয়ার প্রতিনিধি বৃন্দ।
১৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে